আপনি কি জানেন যে রাতের বেলায় আপনি যখন বিছানার আশ্রয় নেন, তখনই আপনার ত্বকের কোষগুলি কাজ শুরু করে? আপনি বিছানায় মাথা ঠেকানো মাত্রই ত্বক ক্ষতিগ্রস্ত কোষগুলির তত্ত্বাবধান শুরু করে| হ্যাঁ, সূর্যাস
প্রথমে ফেসওয়াশ (শীতে ক্লেনজ়ার) দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার তোয়ালে দিয়ে হালকা মুছে নিন। স্কিন টোনার লাগান। যাঁরা ঘন ঘন মেকআপ করেন, তাঁরা ‘বুস্টার’ সেরাম লাগান। এ বার আন্ডার আই ক্রিমের পালা। ত্বকের কোথাও এজ স্পট (মেচেতা বা ছোপ) থাকলে সেখানেও আই ক্রিম লাগিয়ে ত্বকে মিশিয়ে দিতে পারেন। চোখের পাতায় ক্রিম লাগাবেন না। বিশেষত আই ক্রিম যেন কোনও ভাবেই চোখের ভিতরে চলে না যায়। এর পরে নাইট ক্রিম লাগান। আঙুলের ডগায় আলতো করে নিয়ে, গলার নীচ থেকে উপরের টানে ও গালের অংশে বৃত্তাকার টানে ক্রিম লাগাবেন।
Goree Beauty Cream Day Night 40+40=80g